বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলকাঠি ইউনিয়নের পশ্চিম দুধল ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
সোমবার পৌঁনে ৭টায় এই ঘটনা ঘটে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বরিশালটাইমসকে বলেন- আজ উপজেলার কলকাঠি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পশ্চিম দুধলের সম্মেলন হচ্ছিল। এখানে সভাপতি পদে তিন ভাই ওয়াহেদ খাঁ, সোহরাব খাঁ ও হায়দার খাঁ প্রার্থী হলে বিরোধের সৃষ্টি। এ থেকে সংঘর্ষের সৃষ্টি হলে ১০ জন আহত হয়।
এদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’ ওসি আরো বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”