পিরোজপুরের ভান্ডারিয়ায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর জখম হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ভান্ডারিয়ার সাংবাদিক মিজানুর রহমান (৪০)। শুক্রবার বিকেলে তার মাথায় অস্ত্রোপচারের পর ঢাকা মেডিকেলের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তার অবস্থা সংকট জনক বলে জানাগেছে।
আহত সাংবাদিকের পরিবারের দাবি পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে তিনি এ সন্ত্রাসী হামলার শিকার হন।
আহত মিজানুর রহমান ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামের আবদুস ছালাম হাওলাদারের পূত্র। তিনি বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার ভান্ডারিয়া প্রতিনিধি।
এ ঘটনায় জড়িত আব্দুর রহিম হাওলাদার (২৫) নামে একজনকে ধাওয়া করে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক আবদুর রহিম পাশ্ববর্তী কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া গ্রামের আমজাদ হাওলাদারের ছেলে।
সে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ।
স্থানীয়দের সূত্রে জানা গেছে- গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে গ্রামের বাড়িতে ফেরার পথে ভান্ডারিয়রা ব্রীজে ওঠার সময় ওঁৎ পেতে থাকা কয়েকজন সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায় । এসময় সন্ত্রাসীরা লোহার হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
তার মৃত্যু নিশ্চিত ভেবে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় উপস্থিত জনতা ধাওয়া করে আব্দুর রহিম হাওলাদার (২৫) নামের এক সন্ত্রাসীকে ধরে পুলিশে সোপর্দ করে।
আহত মিজানকে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে গভীর রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় দফায় স্থানান্তর করা হয়।
এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম বরিশালটাইমসকে জানান, তার মাথায় আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তাকে নিবির পর্যবেক্ষণের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এ রাখা হয়েছে।
ভান্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মিলনসহ পেশাদার সাংবাদিকরা মিজানের ওপর হামলা ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনা সঙ্গে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ভান্ডারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বরিশালটাইমসকে জানান- এ ঘটনায় আবদুর রহিম হাওলাদার নামের অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে । এছাড়া ঘটনাস্থল থেকে একটি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক মিজানের বাবা আবদুস ছালাম বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।”