বাংলাদেশ শিশু একাডেমি থেকে তুরস্কোর রাজধানী আষ্কারায় অনুষ্ঠিত ৩৯তম আন্তর্জাজিক শিশু উৎসবে অংশগ্রহন করতে যাচ্ছে, পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ি কমিটির সদস্য ও বাবুগঞ্জ-মুলাদী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ টিপু সুলতানের মেয়ে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্রী সামিয়া ইয়াসমিন অথৈ। সে সোমবার সকাল ৬টা ১০ মিনিটে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কি এয়ারলাইন্স যোগে তুরস্কের রাজধানী আষ্কারায় আন্তর্জাতিক শিশু উৎসবে অংশগ্রহনের উদ্দেস্যে রওনা হন।
এবছর বাংলাদেশ শিশু একাডেমি থেকে ১৪ জন শিশু ওই উৎসবে অংশগ্রহন করবে তাদের মধ্যে বরিশাল থেকে অ্যাডভোকেট শেখ টিপু সুলতান এমপির মেয়ে সামিয়া ইয়াসমিন অথৈ রয়েছে।
এমপি শেখ টিপু সুলতানের একান্ত সচিব সুজন আহম্মেদ জানান- বাংলাদেশ শিশু একাডেমি থেকে এমপি মহাদয়ের কন্যা অথৈ তুরস্কের রাজধানী আষ্কারায় ১০ দিন ব্যাপি আন্তর্জাতিক শিশু উৎসব অনুষ্ঠানে অংশগ্রহন করবে এবং অনুষ্ঠান শেষে ২৮ তারিখ দেশে ফিরবেন।
এদিকে এমপি শেখ টিপু সুলতানের মেয়ে সামিয়া ইয়াসমিন অথৈ তুরস্কের আন্তর্জাতিক শিশু উৎসবে অংশগ্রহন করায় তাকে অভিনন্দন জ্ঞাপন করেন বাবুগঞ্জ উপজেলার ওয়ার্কার্স পার্টি, যুবমৈত্রী ও ছাত্রমৈত্রীর নেতারা।”