পটুয়াখালীর কলাপাড়ায় দুই ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর জয় হয়েছে। ১৪ বছর পর উপজেলার লতাচাপলী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনছার উদ্দিন মোল্লা ও ৭ বছর পর ধুলাসার ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল জলিল মাস্টার বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে।
এছাড়া টিয়াখালী টিয়াখালী ইউনিয়নের ৩, ৪, ৫ নম্বর সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন মজিনা বেগম বেসরকারিভাবে নির্বচিত হয়েছেন।
রোববার উপজেলার লতাচাপলী, ধুলাসার ও টিয়াখালী ইউনিয়নের ৩,৪,৫ নম্বর সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আবুবক্কর সিদ্দিক, কোন ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়াই ওই তিন ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়েছে।”