বরিশালের বানারীপাড়া উপজেলায় শ্রমিকদের পুলিশ মারধর করার প্রতিবাদের (থ্রি-হুইলার যানবাহন) মাহেন্দ্রা চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে মাহেন্দ্রা শ্রমিক নেতারা বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় অবস্থান নিয়ে যাত্রী পরিবহন বন্ধের ঘোষণা দেন।
অবশ্য এই সময় চলাচলরত বেশকিছু মাহেন্দ্রা তারা থামিয়েও রাখেন।
বরিশাল জেলা মাহেন্দ্রা শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বিশ্বাস বরিশালটাইমসকে জানিয়েছেন- মঙ্গলবার বানারীপাড়ার মাহেন্দ্রা স্ট্যান্ডটি অন্যত্র সরিয়ে নিতে বলে পুলিশ। কিন্তু সেখানকার শ্রমিক নেতারা ২দিন সময় চেয়েছিলে। সেই সময় না দিয়ে বুধবার সকালে স্ট্যান্ডে পুলিশ গিয়ে তাদেরকে মারধর করে।
এই ঘটনায় শ্রমিক ইউনিয়নের নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী কর্মবিরতি চলছে। তবে বিষয়টি সুরহার জন্য একটি বৈঠকের আহবান করা হয়েছে। সেখানে পুলিশকে আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করি সমস্যা সমাধান হবে।’
তবে শ্রমিক মারধরের অভিযোগ অস্বীকার করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বরিশালটাইমসকে জানিয়েছেন- নিষেধ করা সত্বেও শ্রমিকরা স্ট্যান্ডটিতে অবস্থা নিয়েছে। যে কারণে তাদের সরিয়ে দেয়া হয়েছে। কিন্তু শ্রমিক মারধরের কোন ঘটনা ঘটেনি। বরং শ্রমিকরা পুলিশের গায়ে পড়ে একটি অনাকাঙ্খিত পরিবেশ সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ করেন ওসি।’’