পটুয়াখালীর দশমিনায় উপজেলায় পানিতে ডুবে দুই শিশু ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার বহরমপুর ইউনিয়নের উত্তর আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হচ্ছে- উত্তর আদমপুর গ্রামের মো. হেমায়েত হাওলাদারের বড় ছেলে সাকিব (৬) ও হাসিবুল (৪) নামে

স্থানীয় সূত্রে জানা গেছে- উপজেলার উত্তর আদমপুর গ্রামের মো. হেমায়েত হাওলাদারের বড় ছেলে সাকিব ও ছোট ছেলে হাসিবুল বাড়ির কাছের রাস্তার পাশে খেলতে গিয়ে পাশর্^বর্তী পানির ডোবায় পড়ে ডুবে যায়।

পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের ডোবা থেকে শিশু দুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।”