দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

অতি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে সোমবার (২৪ এপ্রিল) ভোর থেকে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

সকাল থেকে বরিশাল টার্মিনাল থেকে বিভিন্ন নৌ-রুটে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। তবে আবহাওয়ার উন্নতি হওয়ায় সকাল ১০টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়। এরপর আবহাওয়ার অবনতি হলে আবারও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বরিশালে লঞ্চ চলাচল বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো. আনিসুর রহমান বরিশালটাইমসকে জানিয়েছেন- গোটা বিভাগের ওপর দিয়ে ঠান্ডার ক্লাউট বইছে। যে কারণে এ অঞ্চলের আবহাওয়া অনেকটা শীতল। এছাড়া পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর ও বরিশালের অভ্যন্তরীণ নৌপথগুলোতে ২ সতর্ক সংকেত জারি করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বরিশালে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানান তিনি।”