আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে বরিশালে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় বরিশাল শিল্পকলা একাডেমী ও বরিশাল বিভাগীয় নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে বরিশাল সার্কিট হাউস চত্বরে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

ওই র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান।

শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সার্কিট হাউজে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভাগীয় নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক আহসান হাবিব ও জেলা শিল্পকলা একাডেমী কর্মকর্তা হাসানুর রশিদ মাকসুদ প্রমুখ।’