বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট থেকে বরিশাল, ভোলা, পটুয়াখালী ও বরগুনাসহ সারাদেশের রুটগুলোতে সব ধরনের নৌযান চলাচল সাময়িক বন্ধ করে দেয়ার দেড় ঘন্টা পরে ফের শুরু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে এ নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। পরে রাত ৯টার দিকে তা তুলে নিলে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিএ’র সদরঘাট নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম-পরিচালক মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের জানিয়েছেন- সন্ধ্যার পর থেকে হঠাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েচিছলো। সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত দেশের কোনো রুটে সদরঘাট থেকে কোনো নৌযান ছেড়ে যায়নি।

তবে আবহাওয়া স্বাভাবিক হলে রাত ৯টায় লঞ্চ চলাচল ফের শুরু হয়।
এ বিষয়ে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির নেতা ও পারাবাত লঞ্চের মালিক শহিদ ভুঁইয়া বরিশালটাইমসকে বলেন, তার বরিশালগামী একটি ও পটুয়াখালীগামী একটি লঞ্চ সদরঘাটে যাত্রী নিয়ে নিষেধাজ্ঞায় পড়েছিলেন।

কিন্তু আবহাওয়ার পরিবর্তন হলে তার দু’টি লঞ্চ সদরঘাট থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়।

বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির প্রধান উপদেষ্টা গোলাম কিবরিয়া টিপু বলেন, শনিবার সন্ধ্যা থেকে আবহাওয়া খারাপ থাকায় লঞ্চ চলাচল বন্ধ হলেও পরে ৯টার দিকে স্বাভাবিক হয়।”