বরিশালের বানারীপাড়া উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টা থেকে তাদের খুঁজে পাওয়া যচ্ছে না।
নিখোঁজরা হলো- স্বর্ণা, সুমাইয়া ও আঁখি। এদের মধ্যে স্বর্ণা ও আঁখি বানরাীপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অস্টম শ্রেণি শিক্ষার্থী।
সুমাইয়া আক্তার উপজেলার চাখার ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি শিক্ষার্থী।

এই ঘটনায় বুধবার (৩ মে) দুপুরে স্বর্ণা ও সুমাইয়ার অভিভাবক বানারীপাড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন।

স্বজনদের বরাত দিয়ে ওসি আরও বলেন, বানারীপাড়া পৌর শহরে দোলা ম্যাডামের কাছে তারা প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার পর থেকে এদের কোন খোঁজ মিলছে না।

যে কারণে বুধবার দুপুর ১২ টায় স্বর্ণা ও সুমাইয়ার পরিবার সন্তান নিখোঁজ থাকার বিষয়ে থানার জিডি করেন। আঁখির পরিবার ডিজি করেনি। তবে তারা নিখোঁজের বিষয়টি জানতে পেয়ে ৩ জনকে উদ্ধারের জন্য তৎপরতা চালাচ্ছেন।

বিষয়টি হৃদয়ঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছেন ওসি।”