সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন- মানুষের রুচির বিকাশ করতে বইয়ের কোনো বিকল্প নেই। রোববার ১১টায় জিলা স্কুল মাঠে বইমেলা উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন- এই বইমেলার মধ্যদিয়ে পাঠক ও ক্রেতাদের সুবিধা হবে তাদের পছন্দের বই কিনতে। এজন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
বরিশাল জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন এবং বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মু . জিয়াউল প্রমুখ।

চেতনার জাগরণে বই এই শ্লোগান নিয়ে আয়োজিত সাত দিনের এ বই মেলায় রাজধানী থেকে ৫১টি প্রকাশনীসংস্থা তাদের বই নিয়ে এসছেন।

বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে এই বইমেলা প্রতিদিন বিবেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বইমেলা।”