বরিশালের আগৈলঝাড়ায় মাদকের টাকার জন্য পিতাকে মারধরের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত মাদকাসক্ত দুই ছেলেকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে। সোমবার (৮ মে) দুপুরে তাদের কাররাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমন।
সাজাপ্রাপ্তরা হলেন- সোহাগ হাওলাদার পাপ্পু (৩০) ও সোহেল হাওলাদার অপু (২২)।
উপজেলার গৈলা ইউনিয়নের নগরবাড়ি গ্রামের মাইক ব্যবসায়ী মো. শহিদুল হাওলাদারকে তার দুই ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পরে। তাই প্রতিনিয়ত মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন চালিয়ে আসছিল। রোববার মাদকের টাকা না দেয়ায় পিতা মো. শহিদুল হাওলাদারকে মারধর করে সোহাগ হাওলাদার পাপ্পু। বিষয়টি থানায় জানালে উপ-পরিদর্শক (এসআই) মিজান সোহাগ ও সোহেলকে আটক করে থানায় নিয়ে যায়।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। পরবর্তীতে তাদের থানার মাধ্যমে বরিশাল কারাগারে প্রেরণ করা হয়েছে।”