বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুরে জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের অন্তত ৫জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১০ মে) ওই এলাকার ৭ নম্বর গলিতে এই সংঘাতের ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশ হামলাকারিদের মধ্যে দুইজনকে আটক করেছে। এই ঘটনায় আহতরা হলেন- আব্দুল মান্নান মুন্সি ও তার ছেলে মোতালেব মুন্সি, ছেলের বউ রেশমী এবং ছোট ছেলে আবু তালেব। এলাকাবাসী জানায়- সম্প্রতি আব্দুল মান্নান মুন্সির ঘরটি কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়ে। ওই ঘরটি বুধবার নির্মাণ করার চেষ্টা করলে প্রতিবেশি প্রতিপক্ষ মোকলেস ও তার ছেলে মিন্টু লোকজন নিয়ে হামলা চালান।

এতে ওই পরিবারের অন্তত ৫জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারি মোকসেদ মিয়ার মেয়ে জামাই সোহেল ও তার শ্যালক সোহাগকে আটক করে। তবে ঘটনার পর থেকে মোকসেদ ও তার ছেলে মিন্টু পলাতক রয়েছেন।

হামলায় আহত রেশমী জানান- জমি নিয়ে প্রতিবেশি মোকসেদ মিয়ার পরিবারের সাথে বিরোধ ছিলো। সাম্প্রতিকালে ওই জমিটি পরিমাপ করে তাদেরকে বুঝিয়ে দেয় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।  কিন্তু তার পরেও মোকসেদ মিয়ার পরিবার জোরপূর্বক জমিটি দখলে নিতে চেষ্টা চালায়।”