বরিশাল শহীদ আব্দুর রব সেনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র ও বহিরাগতদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের খবর নেই। বৃহস্পতিবার (২৫ মে) রাত সাড়ে ১১ টার দিকে ইনস্টিটিউট ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের জানিয়েছেন- রাতে বহিরাগতরা পুকুরে মাছ ধরছিলো। ওই সময় ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের ঢিল ছুড়ে মালে।

এতে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিক্ষকরা থানায় খবর দেন।

তবে পুলিশ যাওয়ার আগেই সকলে পালিয়ে যায় বলে জানিয়েছেন আবু তাহের।”