আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবস উপলক্ষে বরিশাল নগরীতে র‌্যালি ও আলোচনা সভা করেছে মেট্রোপলিটন পুলিশ। সোমবার (২৯ মে) বিকেলে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালি শেষে পুলিশ লাইন্স মাঠের ড্রিল শেডে সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় উপস্থিত ছিলেন- সাংসদ অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান, রেঞ্জ ডিআইজি শেখ মো. মারুফ হাসান, বরিশাল মেট্রোপলিট পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. গোলাম রউফ খান, ডিজিএফআই কর্নেল জি.এম শরিফুল ইসলাম এবং  এএইচ তৌফিক আহমেদ প্রমুখ।”