বরিশালের হিজলা উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে (১৪) গণধর্ষণ ও ধর্ষণের ভিডিওচিত্র ধারণের অভিযোগে ৩ যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার (০৮ জুন) ওই মাদ্রসাছাত্রী বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।

এতে উপজেলার বাজিদখাঁ এলাকার মো. মিঠু, মো. শফিক এবং অজ্ঞাত আরেক যুবককে আসামি করা হয়েছে।

হিজলা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান মামলার জানান, ওই মাদ্রাসাছাত্রীর বাবা নেই। তার মা বিভিন্ন বাসায় গৃহপরিচারিকার কাজ করে সংসারের ব্যয় নির্বাহ করে। এ জন্য দিনের বেশীরভাগ সময় মাদ্রাসাছাত্রীর মাকে ঘরের বাইরে থাকতে হয়।

সেই সুযোগে ওই ছাত্রীকে বিভিন্ন সময় উত্যক্ত করতো আসামিরা। গত বুধবার দুপুরে মায়ের কাছে যেতে ঘর থেকে বের হয় ওই ছাত্রী। কিছুদূর যাওয়ার পর তার পথরোধ করে আসামিরা।

পরে তাকে টেনে হিচড়ে বাগানে নিয়ে ধর্ষণ করে তারা। ধর্ষণের সময় ভিডিওচিত্র ধারণ করে শফিক। পরে ধর্ষণের ঘটনা কাউকে জানালে ধারণ করা ভিডিওচিত্র ছড়িয়ে দেয়ার হুমকি দেয় আসামিরা।

ওসি আরও জানান, অভিযোগটি মামলা হিসেবে রুজু হয়েছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”