আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহে আলোচনাসভা ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝালকাঠি জেলা আওয়ামী লীগের আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।
জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বাসন্ডা ইউপি চেয়ারম্যান মোবারেক হোসেন মল্লিক, জেলা বনিক সমিতির সভাপতি মাহবুব হোসেন, নাচনমহল ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা।
এসময় দোয়া মোনাজাত পরিচালনা করেন আলমদিনা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল খালেক নোমানী।