বরিশাল নগরীর গির্জা মহল্লা ইলেক্ট্রা স্যামসাং শোরুম থেকে ফ্রিজ কিনে মালায়েশিয়া ভ্রমণের টিকিট পেয়েছেন সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি। শনিবার (২৪ জুন) পণ্য ক্রয়ের পরপরই তার বিদেশ ভ্রমণের সুযোগটি নিশ্চিত হয়ে যায়।
সাইফুল ইসলাম বরিশালের উজিরপুর উপজেলার পরমানন্দশাহ এলাকার বাসিন্দা। প্রতিষ্ঠানটির ম্যানেজার রুহুল আমিন (হান্নান) জানিয়েছেন- টিকিটটি ফ্রিজের সাথে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এই বছর মালায়শিয়া ভ্রমণের টিকিট এই প্রথম কেউ পেলেন। তবে এর আগেও অনেকে বিভিন্ন দেশে ভ্রমণসহ একাধিক সুযোগ সুবিধা পেয়েছিলেন। ৩৮ হাজার টাকা দামের ফ্রিজ কিনে টিকিট পেয়ে খুব খুশি হয়েছে সাইফুল ইসলাম। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাইফুল ইসলাম জানিয়েছেন অনেক স্বপ্ন ছিলো মালায়েশিয়া যাওয়ার।
সেই স্বপ্ন পূরণে সহায়ক হয়ে দাড়িয়েছে ইলেক্ট্রা স্যামসাং কোম্পানি। শোরুম ম্যানেজার জানিয়েছেন তাদের এই আকর্ষণীয় অফার আগামী মাসের ১৫ জুলাই পর্যন্ত চলবে।”