বরিশাল নগরীতে মাদক বিক্রেতার প্রস্তাবে রাজি না হওয়ায় একই পরিববারের ৪জনকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়িরা। বুধবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে শহরের রুপাতলী এলাকার লালাদিঘির পাড়ে এই ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বরিশাল কোতায়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু হামলাকারী মাদক বিক্রেতা সোহাগ সিকদার পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি।
এই ঘটনায় আহতরা হলেন- ওই এলাকার আলতাফ সিকদারের স্ত্রী হাসিনা বেগম (৬০), ছেলে শফিক সিকদার (৩৫), সাইদুল সিকদার (২৫) ও ছেলে বউ কহিনুর বেগম (৩০)। তাদের মধ্যে সাইদুলের অবস্থা আশঙ্কাজন বলে জানিয়েছে শেবাচিমের ডাক্তররা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- কথা কাটাকাটির একপর্যায়ে সোহাগ সিকদার ক্ষুব্ধ হয়ে সাইদুল সিকদারের বাসায় স্বশস্ত্র হামলা চালিয়ে সাইদুল সিকদারকে মারধর করে। এসময় তাকে প্রতিরোধে মা ও ভাই ভাবী এগিয়ে আসলে তাদেরও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতদের স্বজনেরা জানিয়েছে- স্থানীয় আমির সিকদারের ছেলে সোহাগ এলাকায় দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করে আসছে। তার সেই ব্যবসায় সাইদুল সিকদারের আত্মীয় আবু সালেহকে নেওয়ার প্রস্তাব দেয় একাধিকবার। কিন্তু এতে রাজি না হওয়ায় বুধবার রাতে বাকবিতন্ডার জেরে তার ওপর হামলা চালিয় সোহাগ। বিষয়টি শুনে জানতে গেলে তাদের ওপরে এই হামলা চালানো হয়।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অরবিন্দ জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্ত সোহাগ পালিয়েছে। যে কারণে তাকে আটক করা সম্ভব হয়নি। তবে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’’