কারাবন্দি বিএনপি নেতা এবিএম মোশারফ হোসেন জামিনে মুক্ত
নিজস্ব প্রতিবেদক, বরিশার:: দীর্ঘ ৫৫ দিন কারাবরণ শেষে আজ বুধবার (০১ ফেব্রুয়ারি) মুক্তি পেলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশারফ হোসেন। বুধবার ( ১ ফেব্রুয়ারি) বেলা ২টা ৫০ মিনিটের সময় কেন্দ্রীয় জেলহাজত থেকে মুক্তি লাভ করেন তিনি।
এর আগে সোমবার (৩০ জানুয়ারি) হাইকোর্ট থেকে জামিন পান এবিএম মোশারফ। জেল হাজতের প্রক্রিয়া শেষে আজ কেন্দ্রীয় জেল হাজত থেকে বের হন। এ সময় তাকে বরণ করতে তার নির্বাচনীয় আসন পটুয়াখালী ৪ কলাপাড়া কুয়াকাটা ও রাঙ্গাবালীর হাজার জনতা তাকে ফুল দিয়ে বরণ করেন।
গত ৭ ডিসেম্বর বিএমপির নয়া পল্টনে অবস্থিত কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করে। এরপর কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।’