বরগুনার তালতলীর রাখাইন সম্প্রদায়ের বৌদ্ধমূর্তি চুরির অভিযোগ দায়ের করা মামলা ওয়ারেন্টভুক্ত আসামী তালতলী উপজেলা ছাত্রলীগের সদ্য বহিস্কৃত সাধারণ সম্পাদক নয়ন বেপারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৯ আগস্ট) সকালে বরগুনার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাকে আমতলী সিনিয়র জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবদুল্লাহ বরিশালটাইমসকে জানান, তালতলীর রাখাইন সম্প্রদায়ের বৌদ্ধমূর্তি চুরির অভিযোগে দায়ের করা একটি মামলার চার্জশিটভুক্ত আসামি নয়ন বেপারী।

এ মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছিল। এর পর থেকে সে অনেকটা লোকচক্ষুর অন্তরালে থেকে চলাফেরা করতো। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে তাকে বরগুনার একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করা হয়।

বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগের দীর্ঘদিনে সাধারণ সম্পাদক ছিলেন নয়ন বেপারী। গত ৬ আগস্ট চাঁদা না দেয়ায় তালতলী উপজেলা আওয়ামী লীগের তিন নেতাকে মেরে হাসপাতালে পাঠিয়েছেন তিনিসহ তার সহযোগীরা।

এ ঘটনায় সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির। এ ঘটনার পরের দিন ৭ আগস্ট নয়ন বেপারিকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগ থেকে বহিস্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।”