কুয়াকাটার মৎস্য বন্দর আলীপুরে দুলাল সিকদার (৩৫) নামে এক ইয়াবা ব্যবসায়িকে সাড়ে ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ আগস্ট) ভোর রাতের দিকে আলীপুর এলাকায় ওই ব্যবসায়ির বসতঘরে এই অভিযান চালায় পুলিশ।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বরিশালটাইমসের এ প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) হাফিজের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে সাড়ে ৭৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

এসময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে দুলাল সিকদারের স্ত্রী ঝুমুর (৩২) পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার দুলাল সিকদার ও তার স্ত্রী এবং অপর এক সহযোগীর বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পরে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে।

পুলিশ জানায়, দুলাল সিকদার আলীপুরে মাদকের একটি বড় সিন্ডিকেটের হোতা হিসেবে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথ জড়িত রয়েছে।”