৯৯৯-এ কল পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করলো অর্ধগলিত লাশ
লালমোহন (ভোলা) প্রতিনিধি:: ভোলার লালমোহনে জাতীয় জরুরিসেবা ৯৯৯-এ কল পেয়ে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেঁতুলিয়া নদীসংলগ্ন ফরিদার মার খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে স্থানীয়রা ওই খালে মরদেহটি ভাসতে দেখে ৯৯৯-এ কল দেন। এরপর লালমোহন থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে অজ্ঞাতনামা পুরুষের ওই অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। ওই ব্যক্তির পরনে লাল রঙের একটি গামছা ছিল।
এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।