বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ সময় চোরচক্র প্রেসক্লাবের ২ টি কম্পিউটার একটি ভিডিও ক্যামেরা ও বেশ কিছু মূল্যবান মালামালসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। মঙ্গলবার (২৯ আগস্ট) গভীর রাতের কোন এক সময়ে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
চোরচক্র প্রেসক্লাবের দরজার ছিটকানি ভেঙে ভিতরে প্রবেশ করে উল্লেখিত মালামাল নিয়ে পালিয়ে যায়। এদিকে চুরির সংবাদ পেয়ে বাবুগঞ্জ কলেজ গেট ব্যবসায়ী কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সিনিয়র যুগ্ম সম্পাদক মো. মোস্তফা কামাল চিশতী, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. সাইনুর রহমান সিকদার, বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম, ছাত্রলীগ নেতা কাজী আরিফর রহমান অপু ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে থানা থেকে মাত্র ৫শ গজ দূরত্বে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে চুরির ঘটনায় সাধারণ ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনায় বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মামলা দায়ের’র প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।