মিয়ানমারের রাখাইন মুসলিম নারী-পুরুষ ও শিশু হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বৃহস্পতিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝালকাঠি জেলা শাখা। ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলা শহরের বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার শতশত মানুষ অংশ নেয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশন জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, পূজা উদযাপন কমিটির জেলা শাখার সাধারণ সম্পাদক তরুণ কর্মকার, উন্নয়ন সংগঠন জাগোর সভাপতি ফারজানা ববি নাদিরা, ছাত্র নেতা উজ্জল মজুমদার প্রমুখ।
বক্তার রাখাইন মুসলিমদের ওপর সাম্প্রদায়িক এ হত্যা যজ্ঞকে মানবতার চরম বিপর্যয় উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। হত্যা যজ্ঞ বন্ধে আর্ন্তজাতিক সম্প্রদায়ের পদক্ষেপ এবং মানবতা বিরোধী এ অপরাধের আর্ন্তজাকিত বিচার দাবী করেন।