ভোলার সদর উপজেলায় ২ নালা এলজি বন্দুকসহ জামাল ওরফে বোমা জামাল নামে এ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে সদর উপজেলার দক্ষিণ বালিয়া গ্রাম থেকে তাকে পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি রাম দা ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার জামাল দক্ষিণ দিঘলদী ইউনিয়নের মৃত নাগর আলীর ছেলে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি ওমর ফারুক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে অভিযান চালায়। এ সময় বালিয়া গ্রামের মৌলভী বাড়ি থেকে একটি দো নালা এলজি বন্দুক, একটি রাম দা এবং এক রাউন্ড গুলিসহ জামালকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, বোমা জামাল পরিকল্পিতভাবে তার এক ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন। পুলিশ বিষয়টি বুঝতে পেরে জামাল অস্ত্রসহ আটক করে।

জামাল কিছুদিন আগে একটি মাদক মামলায় ৩ মাস জেলে থাকার পর এক সপ্তাহ আগে জামিনে বের হয়ে ফের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিলেন বলেও ডিবি পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় ভোলা সদর মডেল থানা অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।