বরিশাল-ঢাকা নৌরুটে যাত্রী পরিবহনকারী সালমা শিপিং কর্পোরেশনের ‘এমভি কীর্তনখোলা-২’ লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষে (বিআইডব্লিউটিএ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা সরকার মিঠু বরিশালটাইমসকে জানিয়েছেন- পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
এর আগে গত শুক্রবার রাতে বরিশাল থেকে ঢাকা যাওয়ার সময় কীর্তনখোলা-২ লঞ্চের ধাক্কায় অ্যাডভেঞ্চার-১ লঞ্চটি ক্ষতিগ্রস্ত হয়। এতে সেই জাহাজটির অন্তত ১০ যাত্রী আহত হন।
বিষয়টি লঞ্চটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তারা শনিবার লঞ্চটির যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেয়। তবে তাদের সময়সূচি বাতিল করা হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে।
বরিশাল নৌ-বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন বরিশালটাইমসকে জানান, লঞ্চটির যাত্রা বাতিল ঢাকায় বসে হওয়ায় সেটি সেখানে রয়ে গেছে। বরিশাল থেকে শনিবার কোনো যাত্রী বহন করতে পারবে না লঞ্চটি।
তবে লঞ্চটির যাত্রা বাতিল হওয়ায় অগ্রিম বুকিং নেওয়া কেবিনের যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।
যদিও লঞ্চের ব্যবস্থাপক বেল্লাল হোসেন বরিশালটাইমসকে জানিয়েছেন, বিআইডব্লিউটিএ’র সিদ্ধান্তে তাদের লঞ্চটি ঢাকায় রয়েছে। বরিশাল থেকে যাত্রী নিতে না পারায় সব যাত্রীর অগ্রিম বুকিং করা কেবিনের টাকা ফেরত দেওয়া হয়েছে।’’