রাজধানীর ঢাকায় মামার বাসায় বেড়াতে গিয়ে ৩ দিন যাবত নিখোঁজ রয়েছে আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মোসা. সাথি আক্তার (১৫)। গত শনিবার ঢাকা যাত্রাবাড়ি ভাঙাপ্রেস নামক এলাকায় মামার বাসার উদ্দেশে গ্রামের বাড়ি থেকে লঞ্চ যোগে ঢাকায় রওনা হয়ে নিখোঁজ হয়।

সাথি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ১ নম্বর বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর গ্রামের দিনমজুর মো. হারুন ফকিরের মেয়ে।

খোঁজ নিয়ে জানা গেছে- গত শনিবার ঢাকা যাত্রাবাড়ি ভাঙাপ্রেস নামক এলাকায় মামার বাসায় বেড়াতে যাবার উদ্দেশে গ্রামের বাড়ি থেকে লঞ্চ যোগে ঢাকায় রওনা করে যায়। রোববার ঢাকা সদর ঘাট পৌছে মায়ের কাছে বাড়িতে ও মামা ইউনুসের কাছে এক পথচারি ফোন দিয়ে সাথি আক্তার তার মামাকে ফোন করে বাসার উদ্দেশে রিকশাযোগে রওনা করার কথা বলেন। নির্দিষ্ট সময়ে বাসায় না পৌঁছায় সাথি আক্তারের মামা ইউনুস ওই ফোন নাম্বারে যোগাযোগ করে জানতে পারে ফোনে তার সাথে কথা বলা শেষেই রিকশায় করে তার কাছে রওনা দিয়ে গেছে।

তারপর থেকেই সাথি আক্তারের মামা ঢাকায় অবস্থানরত অন্যান্য আত্মীয় স্বজনদের কাছে খোঁজ নিয়েও কোন সন্ধান পায়নি। এদিকে চিন্তিত হয়ে পড়েছে সাথি আক্তারের পিতা মাতা আত্মীয় স্বজনরা।

স্কুলছাত্রীকে ফিরে পেতে পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। কিন্তু বিষয়টি ঢাকার হওয়ায় এই ঘটনায় বাবুগঞ্জ থানা পুলিশ কোন অভিযোগ নেয়নি।”