ফ্যাশন শোতে অংশ নেয়ায় ৩ বছরের জন্য নিষিদ্ধ অভিনেত্রী!

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতের উত্তর-পূর্বের মণিপুর রাজ্যে চলমান অশান্তির মাঝে এক ফ্যাশন শো-তে অংশ নেওয়ার কারণে খ্যাতিমান মণিপুরী অভিনেত্রী সোমা লাইশরামকে বয়কট করার আহ্বান জানানো হয়েছে। সংবাদমাধ্যমের বরাতে জানা যাচ্ছে, সোমা লাইশরামকে ৩ বছরের জন্য সিনেমা থেকে নিষিদ্ধ করার হুমকি দেয়া হয়েছে। সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত নর্থ ইস্ট স্টুডেন্টস ফেস্টিভ্যালে একটি সৌন্দর্য প্রতিযোগিতার শো স্টপার ছিলেন লাইশরাম।

মণিপুর রাজ্যের অন্যতম বিশিষ্ট সিভিল সোসাইটি অরগানাইজেশন কাংলেইপাক কানবা লুপ (কেকেএল) জানায়, ফিল্ম অ্যাক্টরস গিল্ড মণিপুর মারফত তারা অভিনেত্রীকে প্রতিযোগিতায় অংশ না নেওয়ার জন্য অনুরোধ জানান। সংস্থার দাবি ব্যক্তিগতভাবে না করা সত্ত্বেও সোমা লাইশরাম অংশ নেন ওই ফ্যাশন শো-তে। যদিও অভিনেত্রীর দাবি মণিপুরের হয়ে প্রতিনিধিত্ব করার জন্যই তিনি এই ইভেন্টে যোগদান করেছিলেন। চেয়েছিলেন এই প্ল্যাটফর্ম থেকেই শান্তি ও স্বাভাবিকতা ফেরানোর আবেদন করবেন রাজ্যের সকলের হয়ে।

একটি ভিডিও বিবৃতিতে তিনি বলেন, ‘একজন অভিনেতা এবং একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে মণিপুরের সংকট সম্পর্কে কথা বলার জন্য আমি এই প্ল্যাটফর্মটি বেছে নিয়েছিলাম। আমি যে ইভেন্টে অংশ নিয়েছিলাম তা আসলে একটি নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল, যা একটি অলাভজনক সংস্থা দ্বারা আয়োজিত।

এটা কোন বিউটি বা ফ্যাশন শো নয়, যা বিনোদনের জন্য আয়োজন করা হয়েছে। এটি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে উত্তর-পূর্বের প্রতিটি রাজ্য থেকে জনপ্রিয় ব্যক্তিত্বরা এসে প্রতিনিধিত্ব করেছিল। মণিপুর থেকে তারা আমাকে ডাকে। তাই আমি এই সুযোগ মিস করতে চাইনি।’ ১৫০টিরও বেশি মণিপুরি ছবিতে অভিনয় করেছেন সোমা লাইশরাম। বেশ কয়েকটি পুরষ্কারও জিতেছেন।

সূত্র: এনডিটিভি