লালমোহনে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লালমোহন (ভোলা) প্রতিনিধি:: ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মোসা. আফরিন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ফরাজগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু আফরিন ওই এলাকার মো. মামুনের মেয়ে।

জানা যায়, বুধবার বিকালে বাড়ির উঠানে খেলছিল শিশু আফরিন। এ সময় ঘরে কাজ করছিলেন ওই শিশুর মা আকলিমা বেগম। কাজ শেষে উঠানে এসে আফরিনকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন তার মা। খোঁজাখুঁজির একপর্যায় বসতঘর সংলগ্ন পুকুরে আফরিনকে ভাসতে দেখেন তিনি। এ সময় তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে আফরিনকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশু আফরিনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’