বাবুগঞ্জে শিশু অধিকার সপ্তাহের বর্ণাঢ্য উদ্বোধন
✪ আরিফ আহমেদ মুন্না ➤ বিশ্ব শিশু দিবস-২০২৩ উপলক্ষ্যে বাবুগঞ্জে জাতীয় শিশু অধিকার সপ্তাহের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। ‘শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ উদ্যোগে শিশু সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাকিলা রহমানের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার ও বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না।
এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান সন্ন্যামত, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা কবির হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাব উদ্দিন বাচ্চু, বিমানবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোকন মিয়া, শিশু একাডেমির প্রশিক্ষক ফাতেমা লিওনি প্রমুখ ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার সুধীজন, শিশু একাডেমির শিশুশিল্পী ও শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাসহ উপজেলা পরিষদ চত্ত্বরে শিশু সমাবেশ ও র্যালির মাধ্যমে শিশু অধিকার সপ্তাহের ৭ দিনব্যাপী বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাকিলা রহমান। #