কাঠগড়া থেকে বিচারককে জুতা ছুড়ে মারলেন আসামি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ট্টগ্রামের বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে বিচারককে লক্ষ্য করে জুতা ছুড়ে মারার ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামি মনির খান এ কাণ্ড করেছেন।আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরকে লক্ষ্য করে জুতা ছোড়েন আসামি মনির। এ ঘটনা ঘটার পর আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আদালতে আসামির জামিন শুনানির কথা ছিল। বিচারক আদালতে আসার পর আমরা সবাই দাঁড়াই। এ সময় আসামি কাঠগড়ায় ছিলেন।

বিচারক মোহাম্মদ জহিরুল কবির এসে বসলে আসামি তাঁকে লক্ষ্য করে দুটি স্যান্ডেল ছুড়ে মারেন। পরে পুলিশ তাঁকে নিবৃত করে।’ আসামি মনির খান মাইকেল (৩২) ব্রাক্ষণবাড়ীয় জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা। ২০২১ সালের ২০ জানুয়ারি গ্রেপ্তারের পর থেকে কারাগারে আছেন তিনি।

আদালত সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে ২০২১ সালের ২২ জানুয়ারি ব্রাহ্মণিবাড়িয়ার নাসিরনগর থানায় পুলিশ উপপরিদর্শক তপু সাহা বাদী হয়ে আসামি মনির খান মাইকেলের (৩২) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

পরদিন তাঁকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ২০ জুন অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগপত্রে উল্লেখ আছে, আসামি মনির পেশার একজন হকার। তিনি বিএনপির সমর্থক। চট্টগ্রাম জেলা কোর্ট পুলিশের পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ বলেন, ‘আসামি পুলিশ হেফাজতে রয়েছে। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে।’