বরিশালের আগৈলঝাড়া উপজেলায় রেনুপদ বিশ্বাস (৬৫) নামে এক শারীরিক প্রতিবন্ধী বিষপান করে আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
রেনুপদ বিশ্বাস উপজেলার সীমান্তবর্তী ভাউধর গ্রামের মৃত হরেন বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে- রেনুপদ বিশ্বাস দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধিতে ভুগতে ছিলেন। শারীরিক প্রতিবন্ধীতা আর দুরারোগ্য ব্যাধির কারণে রেনুপদ কোন কাজকর্ম করতে না পারায় সংসারে অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে দিনাতিপাত করছিল। এ কারণে স্ত্রী শিখা রাণী দিনমজুরী এবং ছেলে অসীম বিশ্বাস গার্মেন্টসে কাজ করে মানুষের সাহায্য সহযোগিতায় কোন রকমের চিকিৎসা ও সংসার চলত।
শারীরিক প্রতিবন্ধকতা, দুরারোগ্য ব্যাধি, অভাব-অনটন ও নানাবিধ সমস্যার কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় রেনুপদ ঘরে থাকা কীটনাশক পান করেন। প্রতিদিনের ন্যায় স্ত্রী কাজ শেষে বাড়ি এসে তার ওই অবস্থা দেখে স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুত্রবার সকাল ৭টায় তিনি মারা যান।
রেনুপদর শারীরিক ও অসুস্থতাজনিত আত্মহত্যার বিষয়টি সংশ্লিষ্ট জল্লা ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু নিশ্চিত করেছেন। ব্যক্তিগত জীবনে শারীরিক প্রতিবন্ধী রেনুপদ বিশ্বাসের স্ত্রী, এক পুত্র সন্তান ও এক কন্যা সন্তান রয়েছে।
থানা পুলিশের অনুমতিক্রমে বিকেলে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।’’