কুমিল্লাকে উড়িয়ে প্লে অফে বরিশাল, মাঠে নামার আগেই বিদায় খুলনার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: তামিম ইকবালে অধিনায়কোচিত ইনিংসের কল্যাণে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে উড়িয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করলো ফরচুন বরিশাল। আর এতে করে মাঠে নামার আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিলো খুলনা টাইগার্স। শেষ ম্যাচটি তাই তাদের নিয়মরক্ষার ম্যাচে পরিণত হলো।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় কুমিল্লা ও বরিশাল। সেখানে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। জাকের আলির ১৬ বলে ৩৮ রানের ক্যামিওতে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রানের পুঁজি গড়ে কুমিল্লা।

জবাবে বরিশালের অধিনায়ক তামিম ইকবালের ৪৮ বলে ৩ ছক্কা ও ৬ চারে ৬৬ রানের দুর্দান্ত ইনিংসের কল্যাণে ৬ উইকেট ও ২ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয়। সেই সঙ্গে চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে ফরচুন বরিশাল। এতে করে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় খুলনা টাইগার্স।

বিস্তারিত আসছে…