কিশোরীকে গণধর্ষণ ও হত্যার পর মরদেহ পানিতে লুকানোর অভিযোগে গ্রেফতার পাথরঘাটা কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম রায়হানকে তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে ডিবি পুলিশ পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে তৃতীয় দফায় ৭ দিনের রিমান্ড চাইলে বিচারক মো. মঞ্জুরুল ইসলাম ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ২৫ নভেম্বর দ্বিতীয় দফায় ৪দিন রিমান্ড শেষে আদালতে হাজির করলে ২৯ নভেম্বর শুনানির দিন ধার্য রাখেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও বরগুনা ডিবি পরিদর্শক (ওসি) এসএম জিয়াউল হক বলেন, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রায়হানকে তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে দেয়া হয়েছে।’