নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ:: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ডের প্রবাসী শাহীন হাওলাদারের স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সাথে জোরপূর্বক বিয়ে দেয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে।
১২ জুলাই মৃত শাহীন হাওলাদারের ভাই মনির হাওলাদার তার ভাইয়ের স্ত্রী খুশি বেগম, স্থানীয় পলাশ হাওলাদার সহ ৭ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ জুলাই সকালে বাকেরগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডে হাবিব হাওলাদারের পুত্র শাহিনের নিজ বাড়ীর সামনের বাগানের একটি গাছ থেকে তার স্ত্রীর ওড়নায় প্যাচানো গাছের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করে বাকেরগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গেছে, বাকেরগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের ভরপাশা গ্রামের মোঃ হাবিব হাওলাদারের পুত্র প্রবাসী শাহীন হাওলাদার জীবিকার তাগিদে বিদেশে ছিলেন। গত কিছুদিন পূর্বে তিনি বিদেশ থেকে নিজ বাড়িতে ফেরেন। এলাকার কতিপয় দুষ্টচক্র তার স্ত্রীর বিরুদ্ধে এনজিওর এক কর্মীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়ানোর অভিযোগ তুলেন।
গত ২৮ জুন তিনি বিদেশ থেকে দেশে এসে স্ত্রীকে অভিযোগের বিষয় জানতে চেয়ে সব ভূলে ঘর সংসার করতে অনুরোধ করেন। গতকাল ৮ জুলাই তিন সম্তানের জননী শাহিনের স্ত্রীকে পার্শ্ববর্তী পলাশ হাওলাদারসহ তিনজন মিলে পরকীয়ার দোহাই দিয়ে এনজিও কর্মী জাহিদের সাথে জোরপূর্বক বিবাহ দেয়। চোখের সামনে নিজের স্ত্রীকে জোরপূর্বক অন্য যুবকের সাথে বিয়ে দেয়ার কারণে বিয়ের বিষয়টি সহ্য করতে না পেরে তিনি গলায় ফাঁস দিয়ে প্রবাসী যুবক শাহিন আত্মহত্যা করে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি মো: আফজাল হোসেন বলেন, প্রবাসী শাহীন হাওলাদার মৃত্যু ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান রয়েছে। তদন্তের শেষে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।