নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার বোরহানউদ্দিনে ৯ হাজার ৮০০টি ইয়াবা ট্যাবলেটসহ আলাউদ্দিন (৩৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ। রোববার (১৪ জুলাই) ভোরের দিকে উপজেলার হাকিমুদ্দিন বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আলাউদ্দিন জেলার লালমোহন উপজেলার চরলক্ষ্মী গ্রামের মৃত আজাহার মীরের ছেলে। ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন-অর-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম চেকপোস্টে ডিউটিরত অবস্থায় একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ৯ হাজার ৮০০টি ইয়াবাসহ আলাউদ্দিনকে আটক করা হয়।

ঢাকা থেকে লঞ্চযোগে এসব মাদক ভোলায় আনা হয়েছিল। মামুন-অর-রশিদ জানান, এটিই এ জেলায় প্রথম সর্বোচ্চ কোনো মাদকের চালান আটক হলো। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি মাদলা দায়ের করা হয়েছে।