নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে পুলিশ। নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা ও চৌমাথা এলাকায় শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

সাউন্ড গ্রেনেড আর টিয়ারশেলে অন্ধকার ব‌রিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকা। এতে শিক্ষার্থীরা দিগ্বিদিক ছুটতে শুরু করেন। আন্দোলনকারীরা বাসস্ট্যান্ডের আশপা‌শের তিন‌টি রাস্তায় অবস্থান কর‌ছেন। থে‌মে থে‌মে তারা পু‌লিশ সদস‌্যদের লক্ষ্য ক‌রে ইট ছুড়ছেন। টিয়ার‌শেল আর‌ গ্রেনেড ছু‌ড়ে পাল্টা জবাব দিচ্ছে পু‌লিশ। বুধবার (১৭ জুলাই) দুপুর দেড়টা থেকে শুরু করে বি‌কেল সা‌ড়ে ৫টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো সংঘর্ষ চলছে।

এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিতে টিয়ারশেল আর সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হচ্ছে। ত‌বে কী সংখ‌্যক টিয়ারশেল আর সাউন্ড গ্রেনেড ব‌্যবহৃত হ‌য়ে‌ছে, তার স‌ঠিক হিসাব জানাতে পা‌রে‌নি তিনি।