পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুর বারোটায় উপজেলা বিআরডিবি হলরুমে ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে অংশী জনের অংশগ্রহণে মৎস্য সম্পদের স্থায়িত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, মৎস্যজীবী নেতা মাইনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় শতাধিক জেলেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা জেলেদের উদ্দেশ্যে বলেন, নদীতে আপনারা অবৈধ জাল দিয়ে মাছ শিকার করবেন না। মৎস্য আইন মেনে চলবেন।