নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনার শিবচর এলাকায় ১৩ জেলেকে নিয়ে ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ ৮ জেলেকে উদ্ধারে অভিযান শুরু করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন। শনিবার (৩ আগস্ট) এ অভিযান শুরু করে। তবে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া উইং এর তথ্য সূত্রে জানা গেছে, ভোলার সাগর মোহনায় ট্রলার ডুবির ঘটনায় ৮ জেলে নিখোঁজ হয়।
নিখোঁজদের উদ্ধারে কোস্ট গার্ড সদস্যরা সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে। সমুদ্র উত্তাল থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত নতুন করে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে জানান তারা।
নিখোঁজ ছাদেক মাঝির ছেলে সেলিম জানান, ট্রলার ডুবির খবর পেয়ে ট্রলারের মালিক রুবেলের সঙ্গে যোগাযোগ করলে তার কাছ থেকে নিখোঁজদের উদ্ধারে কোনো সাড়া পাওয়া যায়নি। অন্য একটি ট্রলার নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করি। বৈরী আবহাওয়ার কারণে এখন পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি।
এর আগে শুক্রবার (২ আগস্ট) বঙ্গোপসাগরে মাছ ধরে ফিরে আসার সময় সাগর মোহনায় বৈরী আবহাওয়ার কবলে পড়ে এ ট্রলারটি। রাতে শিবচর এলাকায় উত্তাল ঢেউয়ের আঘাতে ১৩ জন জেলে নিয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় কাছে থাকা অপর ট্রলারে থাকা জেলেরা ৫ জেলেকে উদ্ধার করা হলেও অপর ৮ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।