নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তার নাম টুটুল চৌধুরী (৬০)। তিনি বরিশাল মহানগরীর ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। রবিবার দুপুরে হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে, বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে মুন্সিগঞ্জে সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এছাড়া বগুড়ায় দু’জন ও মাগুরায় একজন নিহত হয়েছে।