নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কোটা সংস্কার নিয়ে সারা দেশে চলমান আন্দোলনের তোপের মুখে পড়ে সোমবার দুপুরে পদত্যাগ করে দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর দেশত্যাগের পর সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপাকে পড়েছেন।
ঝালকাঠিতে শেখ হাসিনার পদত্যাগের খবর পৌঁছার পর সোমবার বিকাল তিনটার দিকে রোনালস রোডে ১৪ দলের সমন্বয়ক আওয়ামী লীগের সংসদ সদস্য আমির হোসেন আমুর বাসভবনে হামলা ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্রজনতা।
এছাড়া ভাংচুর ও আগুন দেওয়া হয় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কলেজ রোডের বাসভবনে। ভাংচুর ও আগুন দেওয়া হয় পৌর কাউন্সিলর কামাল শরীফ ও হাফিজ আল মাহমুদ, ইউপি চেয়ারম্যান আবুল কালাম মাসুমের ব্যবসা প্রতিষ্ঠানে। এদিকে সকাল থেকে ছাত্রজনতা শহরের রাস্তায় নেমে আসার আগেই শহর ছেড়ে পালিয়ে যায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রভাবশালী নেতারা।