নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। দেশ ছেড়ে চলে যাওয়ার পর আপাতত তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন বলে জানা গেছে।
এমন অবস্থায় বাংলাদেশ ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। অবশ্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার বৈঠকের বিষয়টি এখনও নিশ্চিত নয়। মঙ্গলবার (৬ আগস্ট) এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, সহিংস বিক্ষোভের মধ্যে প্রতিবেশী বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন নিয়ে আলোচনা করতে মঙ্গলবার সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এছাড়া ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্রিফ করেছেন। মোদি শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন কিনা সে বিষয়ে এখনও কোনো কথা নেই।
ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে হাসিনা গতকাল পদত্যাগ করেন এবং বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এর আগে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নিরাপত্তা সংক্রান্ত উচ্চপর্যায়ের কেবিনেট বৈঠক করেছেন নরেন্দ্র মোদি। গতকাল সোমবার রাজধানী নয়াদিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণসহ ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছে এনডিটিভি।