নিজস্ব প্রতিবেদক, বরিশাল: অবৈধ মোটরসাইকেলসহ প্রায় ৫ লাখ টাকার লুণ্ঠনকৃত মালামাল আটক করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (০৮ আগস্ট) রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় ছাত্রদের প্রশাসনিক কার্যক্রমের সময় এসব লুটের মালামাল আটক করা হয়।
প্রতিদিনের মতো বৃহস্পতিবারও সকাল ৯টা থেকেই রাজধানীর ঢাকা-সিলেট ও ডেমরা স্টাফ কোয়ার্টার -রামপুরা, ডেমরা-যাত্রাবাড়ী-গুলিস্তান সড়কে ছাত্ররা তাদের (প্রশাসনিক) ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে কাজ শুরু করেনন। এ সময় তারা সড়কে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং দেয়ালের সৌন্দর্য বৃদ্ধির অংশ হিসেবে রংয়ের কাজ করেন।
সরেজমিনে দেখা যায়, কোনো গ্রুপ ময়লা আবর্জনা পরিষ্কার করছেন, কোনো গ্রুপের সাধারণ মানুষকে নিরাপদ সড়ক পারাপারে সহযোগিতা করেছেন আবার কেউ ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে কাজ করছেন। এ সময়ে দেশের অন্যান্য জেলা থেকে পণ্য পরিবহনে পণ্যগুলোর সঠিক মালিকানা এবং সঠিক কাগজপত্র আছে কি না তা পরীক্ষা করে দেখছেন ছাত্রসমাজ।
ছাত্রদের এ কার্যক্রমে প্রায় ৫ লক্ষ টাকার অবৈধ পাইপ, মোটর, পানির পাম্প, ক্যাবল, টায়ার, সাবমারসিবল পাম্প, ইলেকট্রিক ক্যাবল, পানির ট্যাংক এবং তামার মোটা ক্যাবল আটক করা হয়। বৃহস্পতিবার ৬টি পিকআপ এসব অবৈধ মালামাল নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রবেশ করছিল।
জানা গেছে, এসব অবৈধ মালামাল নারায়ণগঞ্জ-০১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর রূপগঞ্জের গাজী গ্রুপের কারখানা এবং গোডাউন থেকে লুটপাট করে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ছাড়া দায়িত্ব পালনকালে মোটরসাইকেলের কাগজ দেখাতে ব্যর্থ হওয়ায় একটি বাইক আটক করে কাগজ দেখিয়ে নিয়ে যেতে বলা হয়।
এ ছাড়া যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় গাড়ি থেকে চাঁদা তোলার সময় বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মোহাম্মদ (২৮) নামের এক চাঁদাবাজকে ছাত্র জনতা আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। বৃহস্পতিবার ডেমরা-যাত্রাবাড়ী সড়কের ট্রাফিক ব্যবস্থাপনা ছাড়াও নগর পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করেছেন শিক্ষার্থীরা।
মহাসড়কের পাশাপাশি মহল্লার অভ্যন্তরীণ সড়কের ময়লা আবর্জনা পরিষ্কার করেন তারা। ডা. মাহবুব রহমান মোল্লা কলেজ, ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ, ডেমরা আইডিয়াল কলেজ, বামৈল আইডিয়াল হাইস্কুল, হাজি মোয়াজ্জেম আলী উচ্চ বিদ্যালয়সহ ডেমরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা এসব কাছে অংশগ্রহণ করেছেন।
এ ছাড়া পাড়া মহল্লার প্রতিটি অলি-গলিতে রাতের বেলায় সাধারণ মানুষের জানমালের হেফাজত পাহারা বসিয়েছেন শিক্ষার্থীরা। পেশাদারত্বের মতো তারা সাধারণ মানুষের সকল দায়িত্ব কাঁধে নিয়ে দায়িত্ব পালন করেছেন। পথচারী মাহবুব মনি বলেন, আসলে এদের কাছে দেশ নিরাপদ। আমি মনে করি কোনো রাজনীতিবীদের হাতে ক্ষমতা না দিয়ে ছাত্র-জনতার সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করলে রাষ্ট্র এবং রাষ্ট্রের সাধারণ মানুষ ভাল থাকবে। দেখুন এসব কাজের প্রশিক্ষণ নাই তাদের তার পরেও কতো দক্ষতার সঙ্গে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রতিটি মানুষকে তারা শৃঙ্খলার মধ্যে নিয়ে এসছে।
স্টাফ কোয়ার্টার এলাকায় দায়িত্বরত ছাত্রদের প্রতিনিধি (সমন্বয়ক) মো. আবদুল্লাহ রোহান বলেন, আমরা যে মালগুলো আটক করেছি সেগুলো গ্রহণ করার জন্য সেনাবাহিনীকে বলেছি। ওনারা গ্রহণ করতে রাজি হয়নি। পরে আমরা সকলে আলোচনা করে সিদ্ধান্ত নেব।
তিনি জানান, বর্তমানে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। আমরা প্রতিদিনের রুটিন মাফিক পরিষ্কার পরিচ্ছন্ন, ট্রাফিক ব্যবস্থাসহ সাধারণ মানুষের উপকারে আসে এমন সকল কাজ করে যাচ্ছি। যত দিন পর্যন্ত দেশের স্থিতিশিলতা ফিরে না আসবে আমরা এ কাজ চালিয়ে যাব। যেখানে অন্যায় হবে সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলব।