হিজলা প্রতিনিধিঃ কোটা বিরোধী আন্দোলনে হিজলা উপজেলার অনেক ছাত্র জনতা গুলি বিদ্ধ হয়।উপজেলার মেমানিয়া ইউনিয়নে দুইজন ও বড়জালিয়া ইউনিয়নে ২ জন নিহত হয়।এছাড়া অনেক ছাত্র জনতা গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।হিজলা উপজেলার ৪ জন গুলিবিদ্ধ হয়ে মুত্যু ব্যাক্তির পরিবারকে আর্থিক অনুদান নিয়ে পাশে দাড়ান বাংলাদেশ জামায়াত ইসলামী।

শনিবার নিহত প্রত্যেক পরিবারের সদস্যদের মাঝে ৫০ হাজার টাকা করে নগদ আর্থিক অনুদান করেন।অনুদানের অর্থ হাতে তুলে দেন বরিশাল জেলা বাংলাদেশ জামায়াত ইসলামের আমির অধ্যাপক আবদুল জব্বার। তখন উপস্তিত ছিলেন হিজলা উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক নুরুল আমিন,সাধারন সম্পাদক মাওলানার হারুন অর রশিদ,সুরা কর্ম পরিষদের সদস্য গুলজার আহমেদ,শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি খলিলুর রহমান,ছাত্র শিবিরের সভাপতি বশির উল্লাহ সহ অনেকে। অনুদান শেষে মুত্যু ব্যাক্তিদের কবর জিয়ারত দোয়া মুনাজাত করা হয়।