নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পিরোজপুর জেলা যুবদলের চার নেতাকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- জেলা যুবদলের আহবায়ক মারুফ হাসান, যুগ্ম আহবায়ক বদিউজ্জামান শেখ রুবেল, যুগ্ম আহবায়ক রিয়াজ সিকদার ও ভাণ্ডারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব শামিম হাওলাদার।
১০ আগস্ট ২০২৪ কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়- বহিষ্কৃত নেতাদের অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখারও অনুরোধ করা হয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তিতে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।