নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নোয়াখালীতে দ্বীপ উপজেলা হাতিয়ায় এক ইভটিজারকে হাতেনাতে ধরে নৌবাহিনীর হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার ঘটেছে এই ঘটনা। প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, ওই ইভটিজারের নাম ইলিয়াস, পেশায় সিএনজিচালক। মঙ্গলবার দুপুরের দিকে ইলিয়াস এ এম উচ্চবিদ্যালয়ের সামনে দাঁড়িয়েছিল। ছুটির পর স্কুল থেকে শিক্ষার্থীরা বের হওয়ার সময় সে এক শিক্ষার্থীকে সে টেনে সিএনজির ভেতরে নেওয়ার চেষ্টা করে।
এ সময় মেয়েটি চিৎকার দিলে স্থানীয় জনতা প্রথমে তাকে আটক করে, তারপর গলায় ‘ইভটিজার’ লেখা কাগজ ঝুলিয়ে তাকে স্থানীয় বাজারে ঘোরে এবং তারপর নৌবাহিনীর সদস্যদের হাতে তুলে দেয়। এ সময় স্থানীয় জনতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এএম উচ্চবিদ্যালয় শাখার সমন্বয়ক তামজিদ উদ্দিন এবং মোহাইমেনুল ইসলাম আরমান উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান বলেন, “ইলিয়াসকে আইনের আওতায় আনার জন্য ছাত্র জনতাকে ধন্যবাদ। এমন ঘটনা যেনো আর না ঘটে—সেজন্য এটি একটি সংকেত।”