নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রুবেল হোসেন হাওলাদার ও চাখার সরকারি ফজলুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. টিপু খানসহ তিনজনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার ও ইউনিয়ন বিএনপি নেতা ছবুর খানকে সতর্ক নোটিশ দেওয়া হয়েছে। বুধবার ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদ কর্মীদের এ বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগের ভিত্তিতে বরিশাল জেলা শাখার অধীনে বানারীপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রুবেল হোসেন হাওলাদার ও চাখার সরকারি ফজলুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. টিপু খানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একইসঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।
এর আগে শনিবার দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. সুমন সরদারকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়। জেলা যুবদল দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মো. মামুন রেজা খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম তসলিম উদ্দিন এ সিদ্ধান্ত কার্যকর করেন। জেলা যুবদল দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা সহ-দপ্তর সম্পাদক মো. শাহাবুদ্দিন হাওলাদার সাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে বাইশারী ইউনিয়ন বিএনপির সম্পাদক আব্দুর ছবুর খানকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদানের পাশাপাশি উপজেলা যুবদলের আহবায়ক মো. সুমন সরদারকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার উপজেলা বিএনপির আহবায়ক মো. শাহ আলম মিয়া ও সদস্য সচিব মো. রিয়াজ উদ্দিন মৃধা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদ কর্মীদের এ বিষয়টি নিশ্চিত করা হয়। ছবুর খানের বিরুদ্ধে বলা হয়েছে, আপনাকে বারবার মৌখিকভাবে বলা সত্ত্বেও আপনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। এ কারণে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তাই আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে ব্যাপারে লিখিতভাবে জানাতে নোটিশ দেওয়া হয়।