নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সারাদেশে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদ ও সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে বরিশালে ঘণ্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা ছাত্র আন্দোলনে যারা গুলি চালিয়ে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান। এর আগে বিএম কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এসে সড়ক অবরোধ করে।

পরে একঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে। এরপর নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে নগরীর চৌমাথা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে কর্মসূচী শেষ করে শিক্ষার্থীরা। এদিকে বিক্ষোভ চলাকালে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে সব ধরনের যানচলাচল বন্ধ থাকে।