মোঃ জসীম উদ্দিন, বাউফল: পটুয়াখালীর বাউফলে অর্ধশত দোকান তালাবদ্ধ করে চাঁদা দাবী করায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকগন সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার বগা বন্দরে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষে খলিল মৃধা বলেন, সরকার পতনের সাথে সাথে ৫০ থেকে ৬০টি দোকান তালাবদ্ধ করে আনিচ নামে স্থানীয় এক বিএনপি নেতা।

কিছু প্রতিষ্ঠান থেকে তার চাহিদা অনুযায়ী টাকা দিলে খুলে দেওয়া হয় দোকানগুলো। চাহিদা মতো টাকা না দেয়ায় এখনও কয়েকটি দোকান বন্ধ করে রাখা হয়েছে। তাদের সাথে মিট না করে ব্যবসা প্রতিষ্ঠান খুললে লুটপাট করার ভয় দেখানো হয়। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়ে কোন সমাধান পাননি বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা।

মুসলিম সুইটস মিট এর মালিক আবুল হোসেন শিকদার জানান, স্থানীয় নেতা আনিচুর রহমান এ বিষয়ে নাসরনী জাহান রেখা বলেন,তার দুটি ভাড়া দেয়া য়ো মহিমা স্যানেটিরি এন্ড ইলেক্ট্রনিক্স ও আঃ সালামের চায়ের দোকান বন্ধ করে দেয়। পরে আনিচের মাথে রফাদফার মাধ্যমে ওই দোকান খুলে দিয়ে প্রতি মাসের ভাড়া তাকে দিতে হবে বলে জানান।

এ বিষয়ে অভিযুক্ত আনিচুর রহমান বলেন, তারা এতদিন আমার সম্পত্তি সম্পত্তি দখল করে রেখেছে। আমার পৈত্রিক সম্পত্তিতে ব্যবসা করতে আমার সাথে নতুন করে চুক্তিনামা সম্পাদনের কথা বলেছি। বিশেষ কিছু ব্যক্তির পরামর্শে আমার বিরুদ্ধে ব্যবসায়ীরা অভিযোগ করেছে।